ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

কবি হেলাল হাফিজের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ৭ অক্টোবর ২০১৭

`এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়` কবিতাপ্রেমী ও সাধারণ পাঠকের মুখে উচ্চারিত এই পঙক্তিটি যাঁর তিনি হলেন সবার প্রিয় মুখ হেলাল হাফিজ। আজ প্রিয় কবির জন্মদিন

১৯৪৮ সালের এই দিনে (৭ অক্টোবর) নেত্রোকোনায় জন্ম নেন প্রতিভবান কবি হেলাল হাফিজ। তাঁর বাবা খোরশেদ আলী তালুকদার আর মা কোকিলা বেগম। ১৯৬৫ সালে নেত্রকোনা থেকে এসএসসি এবং ১৯৬৭ সালে এইচএসসি পাস করে ওই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৭২ সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্বদেশে সাংবাদিকতা শুরু করেন। ১৯৭৫ সাল পর্যন্ত তিনি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক, ১৯৭৬ সালের শেষ দিকে তিনি দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন। সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন। 

তাঁর কবিতা সংকলন `যে জলে আগুন জ্বলে` ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর ১২টি সংস্করণ হয়েছে। ২৬ বছর পর ২০১২ সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ `কবিতা একাত্তর`। তাঁর অন্যতম জনপ্রিয় কবিতা `নিষিদ্ধ সম্পাদকীয়`। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।

 

/আর/এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি