ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

(ভিডিও)

কবিতীর্থ দৌলতপুরে ধ্বংসের দ্বারপ্রান্তে নজরুলের বিভিন্ন স্মৃতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ২৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনে প্রেম, বিয়ে এমনকি সাহিত্য ও সংস্কৃতি চর্চায় জড়িয়ে রয়েছে কুমিল্লার নাম। তবে কবিতীর্থ দৌলতপুরে রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে নজরুল ইসলামের বিভিন্ন স্মৃতি। জাতীয় কবির স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে নার্গিসের প্রেম ও বিয়ের স্মৃতি বিজড়িত কুমিল্লার মুরাদনগরের দৌলতপুর।

এখানে বসে কবি রচনা করেছেন বহু গান ও কবিতা। দৌলতপুরে জড়িয়ে আছে কবির নানান স্মৃতি। কিন্তু যথাযথ সংরক্ষণের অভাবে ক্রমেই হারিয়ে যাচ্ছে সেসব।

দৌলতপুরে সরকারি উদ্যোগে নির্মিত ‘নজরুল মঞ্চ’ বিশেষ কয়েকটি দিন ছাড়া বছর জুড়েই পড়ে থাকে বেহাল অবস্থায়। গণশুনানিতে নবগঠিত থানার নাম ‘নজরুল নগর’ করার দাবি উঠলেও তা বাস্তবায়িত হয়নি।

জাতীয় কবির স্মৃতি সংরক্ষণে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে প্রশাসন।

কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন সংরক্ষণে যথাযথ উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে এলাকাবাসী।

 

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি