ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কমেছে কাঁচা মরিচের দাম

প্রকাশিত : ১৫:২০, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:২০, ১৮ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সরবরাহ বাড়ায় পাইকারি ও খুচরা বাজারে কমেছে ভারতীয় কাঁচা মরিচের দাম । পাইকারি পাল্লা ৪০০ টাকা আর খুচরা কেজী প্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ ভালো থাকলে আরো কমবে কাঁচামরিচের দাম। দৈনন্দিন রান্নায় অতি প্রয়োজনীয় উপকরন কাঁচামরিচের ঝাল যেনো আকাশ ছোঁয়া। দাম বৃদ্ধির বাজারে ভারতীয় কাঁচা মরিচের দাম হয়েছে প্রায় চার গুণ। আর দেশী মরিচ  দেখা নেই বাজারে। গেলো কয়েকদিনে ঢাকার বাজারে পাল্লায় ১০০০ টাকায় বিক্রি হয় কাঁচামরিচ। তবে আমদানি বাড়ায় পাইকারি বাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। রোববার খুচরা বাজারে প্রতি কেজী কাচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। বিক্রেতারা জানান, সরবরাহ সংকট আর ঈদের বাড়তি চাহিদার কারনেই চারগুন  দাম বেড়েছিলো কাঁচা মরিচের। সরবরাহ ভালো থাকলে আরো কমতে পারে কাঁচামরিচের ঝাল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি