ঢাকা, সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫

কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৫, ৮ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই মাস আগের শান্তি পরিকল্পনা ভেস্তে গেছে। প্রতিবেশী কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। উভয়পক্ষই তাদের সীমান্তে সংঘাতের জন্য একে অপরকে দোষারোপ করছে। 

সোমবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্তে সর্বশেষ হামলার ঘটনা এটি। থাই সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

থাই সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারি এক বিবৃতিতে বলেন, ‘হামলা ঠেকাতে কম্বোডিয়ান বাহিনীর বেশ কয়েকটি এলাকার সামরিক স্থাপনায় বিমান হামলা’ শুরু করেছে থাইল্যান্ড।’

তিনি অভিযোগ করেন, সোমবার এর আগে কম্বোডিয়ার হামলায় একজন থাই সেনা নিহত ও দুইজন আহত হয়েছেন।

থাই সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৩টায় কম্বোডিয়া থাই সীমান্তে হামলা শুরু করে। 

তবে কম্বোডিয়া এক বিবৃতিতে অভিযোগ করেছে, ভোর ৫টায় থাই বাহিনী কম্বোডিয়ার বাহিনীকে লক্ষ্য করে হামলা করে। 

বিবৃতিতে আরও বলা হয়, এটা উল্লেখ করা উচিৎ যে অনেক দিন ধরে থাই বাহিনীর উসকানিমূলক পদক্ষেপের অংশহিসেবে এই হামলা শুরু হয়েছে।  

গত জুলাইতে সীমান্তে দুই দেশের মধ্যে পাঁচদিনের সংঘাত হয়। এতে উভয়পক্ষের কয়েক ডজন লোক নিহত হয়েছে এবং অন্তত দুই লাখ লোককে সরিয়ে নেওয়া হয়। 

এরপর উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প কথা বলার পর দেশ দুটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি