ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

করপোরেট কর হার কমানোর সিদ্ধান্ত অনিয়মকে উসকে দেবে: সিপিডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নৈরাজ্য বন্ধ না করে ব্যাংক ব্যবসায়ীদের চাপে করপোরেট কর হার কমানোর সিদ্ধান্ত অনিয়মকে উসকে দেবে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে একটি হোটেলে ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা পেশ কালে বেসরকারি গবেষণা সংস্থাটি এ মন্তব্য করে।

সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরে রাখা কঠিন। গেল পাঁচ বছরে ভালো প্রবৃদ্ধি বাড়লেও আয়ের বৈষম্য বেড়েছে। গরিব মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমেছে।

বৃহস্পতিবার চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের এটাই শেষ বাজেট।গত অর্থবছরের বাজেট ছিল চার লাখ ২৬৬ কোটি টাকা।

টিআর/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি