ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

করপোরেট করহার ১০ শতাংশ করার দাবি বিজিএমইএর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

প্রস্তাবিত বাজেট প্রস্তাবনায় করপোরেট করহার ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। বর্ধিত এ করহার কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকরা।

শনিবার তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত বাজেট প্রতিক্রিয়াবিষয়ক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সহ- সভাপতি এসএম মান্নান কচিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে সিদ্দিকুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে করপোরেট করহার ১২ শতাংশ থেকে বাড়িযে ১৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে সবুজ শিল্পের জন্য করহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে। অথচ আমরা আগেই অনুরোধ জানিয়েছিলাম যে করপোরেট করহার ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের জন্য। বাজেটে আমাদের সে অনুরোধ রাখা হয়নি। উল্টো আরও বাড়ানো হয়েছে।

তিনি বলেন, বর্ধিত এ করহারের কারণে পোশাক শিল্পের উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন। তাই প্রস্তাবিত করহার পুনর্বিবেচনার জন্য দাবি জানাচ্ছি।

এছাড়া সম্মেলনে পোশাক রফতানির ওপর উৎসে কর আগামী ৩ বছরের জন্য সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানানো হয়। প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্পের জন্য করহার বাড়লেও তা সার্বিকভাবে ব্যবসাবান্ধব বলে মনে করে বিজিএমইএ। ব্যবসাবান্ধব এ বাজেট প্রস্তাবনার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানায় বিজিএমইএ নেতারা।

আরকে/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি