ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

করোনা নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনায় ওবামা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ১০ মে ২০২০

করোনার উপর্যুপুরি আঘাতে লণ্ডভণ্ড মার্কিন যুক্তরাষ্ট্র। ভাইরাসটি প্রতিরোধে ভেস্তে গেছে সকল পদক্ষেপ। ফলে, মহামারি করোনায় সবচেয়ে ক্ষতির মুখে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর দেশটি। 

মার্কিনীদের এমন হারে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা ও তিরস্কার করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া সব পদক্ষেপকে চরম বিপর্যয় বলে মন্তব্য করেছেন তিনি। ওবামা তার প্রশাসনের সাবেক কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত তার সবচেয়ে কঠোর সমালোচনা করে ওবামা বলেন, ‘বর্তমান প্রশাসনের বর্ণবাদী আচরণের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমানো যাচ্ছে না।’

বারাক ওবামা বলেন, ‘ট্রাম্প মার্কিন জনগণকে স্বার্থপরতা, অপরকে শত্রু ভাবা, বর্ণবাদী আচরণ ও সমাজবদ্ধ হয়ে না থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষা দিচ্ছেন। দীর্ঘমেয়াদে এসব কুশিক্ষার ভয়াবহ প্রভাবের বিরুদ্ধে মার্কিন জনগণকে লড়াই করতে হবে।’

এর আগেও করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের গৃহিত পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেছিলেন, ‘এই মহামারি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের সুসংহত কোনো পরিকল্পনা নেই।’

বাংলাদেশ সময় আজ রোববার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ হাজারের বেশি নাগরিকের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত বেড়ে পৌঁছেছে ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জনে। প্রাণহানি ঘটেছে আরও ১ হাজার ৪২২ জনের। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ৮০ হাজার ৩৭ জনে দাঁড়িয়েছে। যা যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ। 

সূত্রঃ পার্সটুডে

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি