ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

করোনা ভাইরাস মহাজাগতিক বিস্ময়

শাহাজাদা বসুনিয়া

প্রকাশিত : ১৭:৩০, ২৪ মার্চ ২০২০

শাহাজাদা বসুনিয়া

শাহাজাদা বসুনিয়া

করোনা ভাইরাস নিয়ে আর কোন অভিযোগ নয়
বন্ধ কর, বন্ধ কর সব অভিযোগ-অনুযোগ
এখন বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস
করো না অভিযোগ কেউ কারো প্রতি।

।।এ ব্যাপারে কথা বলতে সক্ষম শুধু সুস্থ মানুষ।।

এখন ক্লান্তিকাল, মানবসভ্যতার আর্তনাদ
এখন মানুষ মাতাল বদনা নিয়ে হাই তুলে
বেদনা, দুঃসহ বেদনা, মনে পড়ে অতীতের সমাধিক্ষেত্র
গলিত অতীতের ধূলিধূসরিত চিত্র। মনের ভেতর মায়া-ছায়ায়
মহাপ্লাবন, প্রাদুর্ভাব ও মহামারি উড়ে উড়ে আসে।

এখন মানুষের জন্য একটি দীর্ঘশ্বাস পরমস্বস্তি
এখন মানুষের জন্য কোয়ারেন্টাইন হলো জরুরি
এখন মানুষের জন্য সহানুভূতি হলো পরমতৃপ্তি।

।। সঙ্গবিরতি হবে মানুষের কাজ ।।
।। ফলে দূর হবে করোনা ভাইরাস ।।

এখন নিজেকে লুকিয়ে রাখা বেদনা নয়
এখন নিজেকে সঙ্গবিরত রাখা হলো আসল যুক্তি
এখন নিজেকে গুপ্ত রাখা হলো জীবনের মুক্তি।

সচেতনতা, সজাগতা ও সর্তকতা অতি জরুরি
সকল মানুষের চেহারা এক ও অভিন্ন
সকল মানুষই দেখতে এক, দেখতে একই
কি করে বুঝবো লোকে লোকে ভাইরাস ভেদাভেদ?

আসুন উদ্বেলিত হয়ে উঠি, হেঁটে চলি গোপন গহীনে
নিজের আত্মাকে রোগমুক্ত করি রঙিন সুন্দরে
বেদনার আনন্দ বহন করি একলম্ফে
আসুন দমন করি করোনা দানব সঙ্গবিরতিতে
আসুন নিজের আত্মাকে বিলিয়ে দেই পরের তরে
বিলিয়ে দেই প্রতিটি দিন-রাত্রি, প্রতিটি নিস্তদ্ধতা অশ্রুজলে
বিলিয়ে দেই অতিদর্য়াদ্র হাসি, ভুক্তভোগীদের প্রতি নিজেরাই অশ্রুসিক্ত হয়ে উঠি,
নিজেরাই দৃষ্টি মেলি জীবনের পানে- হে মানব।

এআই/এনএস


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি