ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

করোনা ভ্যাকসিন নিয়ে শিগগিরই বড় ঘোষণা : ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ১৯ মে ২০২০

প্রাণঘাতি করোনার আঘাতে প্রায় এক লাখ মানুষকে হারাতে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্ত সাড়ে ১৫ লাখ। এরপরও ভাইরাসটি নিয়ে একের পর এক টোপ দিয়েই যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে করোনার চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে শিগগিরই বড় ঘোষণা আসছে বলে জানান ট্রাম্প। তবে, কি সেই ঘোষণা তা অবশ্য বিস্তারিত কিছু বলেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

ট্রাম্প বলেন, ‘চিকিৎসাবিদ্যা ও ভ্যাকসিনের বিষয়ে এটা অনেক বড় একটা দিন। বিশাল উন্নতি হয়েছে। এ নিয়ে অনেক বড় ঘোষণা আসছে। আর এই মাত্র জানা গেল, শেয়ারবাজারে প্রায় এক হাজার পয়েন্ট বেড়ে গেছে।’

মার্কিন প্রেসিডেন্ট করোনার চিকিৎসায় দেশটির সংস্থা মর্ডানার আইএনসি’র ভ্যাকসিনের প্রতি ইঙ্গিত দিয়েছেন বলে সংবাদমাধ্যমে জানানো হয়। তাদের তৈরি ভ্যাকসিন শরীরের প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করতে অনেকটাই সফল হয়েছে। গত মার্চে ৪৫ স্বেচ্ছাসেবকের দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছিল। তবে, এরা কেউই করোনায় আক্রান্ত ছিলেন না। এদের মধ্যে ৮ জনের শরীরে করোনা মোকাবিলা করার মতো প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানানো হয়। 

আর, সম্প্রতি করোনাভাইরাস থেকে বাঁচতে বিশ্বব্যাপী ১১৫টি ভ্যাকসিন বা টিকা নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে দ্য কোয়ালিশন ফর প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই)। ইতোমধ্যে মানবদেহে বেশ কয়েকটি ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষাও শুরু হয়েছে।

তবে ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সির (ইএমএ) বলেছে, সবচেয়ে দ্রুত হলেও এই টিকা অনুমোদনের জন্য প্রস্তুত হতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে।

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি