ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

কলকাতা-খুলনা যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেসের যাত্রা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ১৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:৩৫, ১৭ নভেম্বর ২০১৭

সব জল্পনা-কল্পনা শেষে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-খুলনা যাত্রীবাহী ট্রেন বন্ধন এক্সপ্রেসের (মৈত্রী এক্সপ্রেস-২) বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। প্রথম দিনে কলকাতা থেকে ৫৩ জন যাত্রী নিয়ে বন্ধন এক্সপ্রেসটি সকাল ৯-৪৫ মিনিটে বেনাপোল রেলস্ট্রেশনে পৌঁছায়। ট্রেনটিতে ১৭ জন ভারতীয় ও ৩৬ জন বাংলাদেশী যাত্রী রয়েছেন।

ইমিগ্রেশন ও কাষ্টমসের সকল আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল থেকে এটি সকাল ১০-৪৫ মিনিটে খুলনার উদ্দ্যেশে ছেড়ে যায়। খুলনা থেকে আবার দুপুর ১-৩০ মিনিটে ২৭৭ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দ্যেশে ছেড়ে যায়। ট্রেনটি সন্ধ্যা ৬-১০ মিনিটে কলকাতায় পৌঁছাবে।

বন্ধন এক্সপ্রেসটি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার কলকাতা থেকে সকাল সাড়ে ৬ টায় ছেড়ে এসে খুলনায় দুপুর ১ টায় পৌঁছাবে। একইদিন ওই ট্রেন দুপুর দেড়টায় খুলনা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। খুলনা-কলকাতার মধ্যে আপাতত ভারতীয় ট্রেন চলবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি চেয়ার ১৫০০ টাকা, আর এসি কেবিন ২০০০ টাকা।

৯ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দু’দেশের প্রধান মন্ত্রীদ্বয় খুলনা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন বন্ধন এক্সপ্রেসের শুভ উদ্বোধন করেন।

 

ডিডি/এমআর


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি