ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

কলারোয়ায় পুকুরে বিষ দিয়ে ১১ লাখ টাকার মাছ নিধন

কলারোয়া সংবাদদাতা 

প্রকাশিত : ২০:২৫, ১০ আগস্ট ২০২২

সাতক্ষীরার কলারোয়ার হেলাতলায় ৩টি পুকুরে বিষ দিয়ে ১১ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। বুধবার (১০ আগস্ট) সকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার হেলাতলা গ্রামে। 

ক্ষতিগ্রস্ত মাছ চাষী হেলাতলা ইউনিয়ন আ. লীগের সভাপতি শফিকুল ইসলাম জানান-গ্রামে তার ৩টি পুকুরে চারা পাঙ্গাস, রুই ও বড় পাঙ্গাস মাছ ছিল।

বুধবার সকালে তিনি মাছ চাষের পুকুরে গিয়ে দেখেন তার পুকুরের সব মাছ মরে পানির উপর ভাসছে। কে বা কারা শত্রুতা করে বিষ দিয়ে ওই মাছ নিধন করেছ্রে। 

তিনি আরও জানান, ওই পুকুরে ৭০ হাজার চারা পাঙ্গাস মাছ ছাড়া ছিলো যার বাজার মূল্যে প্রায় ৭ লাখ টাকা। এর আগে ৯ তারিখ রাতে ১০ মণ রুই মাছ ছাড়া পুকুরে বিষ দিয়ে ১লাখ টাকা ও ৮ তারিখ রাতে আরো একটি পুকুরে ৩ লাখ টাকার বড় পাঙ্গাস মাছ ছাড়া পুকুরে বিষ দিয়ে ক্ষতিগ্রস্ত করে। তিনি বিষয়টি বুধবার সকালে কলারোয়া উপজেলা মৎস্য অফিস ও থানায় অভিযোগ করেছেন।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি