ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬, ৩১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

তীব্র বাতাস। বৃষ্টিসহ মেঘের গর্জন। উত্তাল পদ্মায় বেড়েছে ঢেউ। আর এ জন্য কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল।

আজ শনিবার ভোর থেকেই দুর্ঘটনা এড়াতে এ রুটের লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ বলেন, সকাল ৬টা থেকে প্রচণ্ড বাতাস ও বৃষ্টি শুরু হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় লঞ্চগুলো ঘাটের কাছাকাছি নিরাপদে নোঙর করে রাখা হয়। ঢাকাগামী যাত্রীরা টার্মিনালে নিরাপদে আশ্রয় নিয়েছেন।

তিনি আরও বলেন, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।

এদিকে বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, ভোর থেকে ঝড়ো বাতাস বইতে শুরু করলে কাঁঠালবাড়ী ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। চলাচলরত ফেরিগুলোও নিরাপদ স্থানে নোঙর করা হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি