ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কাউখালীতে আইবিবিএল এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ২০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র পিরোজপুরের কাউখালী বাজারে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

গত মঙ্গলবার কাউখালী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা আ ফ ম শাজাহান ফিতা কেটে এ কেন্দ্র উদ্বোধন করেন।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মো. আব্দুস সালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, জেলা পরিষদ সদস্য শাহাজাদী রেবেকা শাহিন চৈতি, সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, সমাজসেবক মৃদুল হাসান সুমন ও আব্দুল লতিফ খসরু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও রাজাপুর শাখাপ্রধান মো. নূর-ই-আলম জিয়া। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি