ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

কাউন্সিলর পদে মনোনয়ন পেতে মরিয়া দুই দলের প্রার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ১০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

খুলনা সিটি নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন পেতে লবিং তদবিরে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা।

৩১টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বড় দু’দলের মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অনেকেই। মনোনয়ন পেতে আবেদন করছেন দলের কাছেও।

শেখ মো. জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি মহেন্দ্র নাথ সেনের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত।

১৫মে খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি। এখন প্রতি ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী দেওয়ার চেষ্টা করছে দলগুলো।

এরইমধ্যে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নিজ নিজ ওয়ার্ডে কাজ করার কথা জানান তারা।

প্রতিশ্রুতি কিংবা আশ্বাসেরও কমতি নেই। নগরীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

৩১টি ওয়ার্ডের খুলনা সিটি করপোরেশনে ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ। সংরক্ষিত নারী আসনে ১০জনসহ ৪১জন কাউন্সিলর নির্বাচিত হবেন।

ভিডিও:


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি