ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি রাবির মোস্তাফিজুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ১৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:০২, ১৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য (ভিসি) পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাসিবুর রহমান এ বিষয়ক আদেশে সই করেন।

আদেশে বলা হয়, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপ-উপাচার্য পদে তার বর্তমান পদের সমান বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন। বিশ্বাবিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

এর আগে, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন অধ্যাপক ড. মোহিত উল আলম। ২০১৩ সালের ১৩ আগস্ট দায়িত্ব নেওয়ার পর এ বছরের ১২ আগস্ট তার উপাচার্যের মেয়াদ শেষ হয়। এর পর থেকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ এম এম শামসুর রহমান।

এসএইচ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি