ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কাতারে বাংলাদেশি মালিকানাধীন হাইপার মার্কেটের শুভ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ১৯ আগস্ট ২০১৮

 

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতার। দেশটিতে ৪লাখ বাংলাদেশির বসবাস। বাংলাদেশি অধ্যুষিত এলাকা সেহেলিয়ার বাংলাবাজারে বাংলাদেশি মালিকানাধীন ক্যাপিটাল হাইপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টায় স্বত্ত্বাধিকারী আবু জাহের বাবুল  এবং কাতারি  স্পন্সর মো. ইউসুফ আল জায়দাহকে সঙ্গে নিয়ে ফিতা ও কেক কেটে মার্কেটের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ই এম আকাশ, বক্তব্য রাখেন কাতার চেম্বার অফ কমার্চ এন্ড ইন্ড্রাস্ট্রির প্রেসিডেন্ট মো. ইসমাইল মিয়া, মো. আব্দুর গোফরান, সামসুল ওয়ারা মুক্ত, রাসেল চোধুরী মিন্ঠু, শাহজালাল লিটন, খাইরুল আলম মঞ্জুর, আবু আহমেদ পিন্ঠু, কমিউনিটি নেতা শহীদুল্লাহ হায়দার, আব্দুল মতিন পাটোয়ারী, মো. সোফি উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক নেতৃবৃন্দ।

কাতারি স্পনসর মো. ইউসুফ আল জায়দাহ বলেন, বাংলাদেশিরা কাতারে অত্যন্ত সুনামের সঙ্গে চাকরি ও ব্যবসা বানিজ্য চালিয়ে যাচ্ছে। আমি দেখেছি বাংলাদেশিরা অনেক পরিশ্রম করে, আর যারা পরিশ্রম করে তারাই সফল হয়। আর সেহলিয়া হচ্ছে বাংলাদেশি অধ্যুষিত এলাকা, এখানে বাংলাদেশি মার্কেটের খুবই প্রয়োজন ছিল। আর সেই প্রয়োজনকে কিছুটা হলেও মিটিয়েছে এই ক্যাপিটেল হাইপার মার্কেট। আশাকরি এতে বাংলাদেশিসহ সব ক্রেতা উপকৃত হবে। আমি এই বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের শুভ কামনা করি।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি