ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কাতারে বৈঠকে বসছে কাবুল ও তালেবান প্রতিনিধিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৯, ১৭ জুলাই ২০২১

আফগান সরকার ও তালেবান প্রতিনিধিরা আজ শনিবার আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসছে। বিদেশি বাহিনীগুলো আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার শেষ করায় দেশটিতে সহিংসতা ক্রমেই বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তারা এ আলোচনায় বসতে যাচ্ছে। খবর এএফপি’র।

উভয় পক্ষ কাতারের রাজধানীতে বিগত কয়েক মাস ধরে মাঝে মধ্যে আলোচনায় বসলেও জঙ্গিরা লড়াই করে আফগানিস্তানের অনেক এলাকা দখল করে নেয়ায় তাদের আলোচনা গতি হারিয়ে ফেলেছে।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও সাবেক প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহসহ উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা শুক্রবার বিকেলে দোহায় গেছেন।

দোহায় আফগান সরকারের আলোচনা দলের নারী মুখপাত্র নাজিয়া আনোয়ারি বলেন, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উভয় পক্ষে আলোচনা করতে এখানে রয়েছেন।

তিনি আশা প্রকাশ করেছেন যে, স্বল্প সময়ের মধ্যে তারা এ আলোচনাকে গতিশীল করতে পারবেন এবং উভয় পক্ষ একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে। এর ফলে আমরা অবিলম্বে আফগানিস্তানে একটি দীর্ঘস্থায়ী ও সম্মানজনক শান্তি চুক্তি দেখতে পাব।’

সূত্র-বাসস

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি