ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

কানাডার মহিলা ফুটবলার সিনক্লিয়ার জন্মদিন আজ

প্রকাশিত : ২০:০৪, ১২ জুন ২০১৬ | আপডেট: ২০:০৪, ১২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ক্রিস্টিয়ান সিনক্লিয়ার কানাডা মহিলা ফুটবল দলের অধিনায়ক। আক্রমনাত্বক মিডফিল্ডার। বর্তমানে পোর্টল্যান্ড থ্রোনস ক্লাবের হয়ে খেলছেন। ১৯৮৩ সালের আজকের দিনে জন্ম গ্রহণ করেন এ তারকা ফুটবলার। পুরো নাম ক্রিস্টিয়ানো মার্গারেট সিনক্লিয়ার। কানাডা জাতীয় মহিলা ফুটবল দলের নির্ভরযোগ্য খেলোয়াড়। বর্তমানে দলকে নেতৃত্বও দিচ্ছেন সিনক্লিয়ার। ১৯৮৩ সালের ১২ই জুন কানাডায় ব্রিটিশ কলাম্বিয়ার বার্নাবিতে জন্ম গ্রহণ করেন ৫ফিট সাড়ে ৯ ইঞ্চি লম্বা এ খেলোয়াড়। সিনক্লিয়ার ১২ বার কানাডার বর্ষ সেরা ফুটবল খেলোয়াড় নির্বাচিত হন। তাছাড়া অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী দলের সদস্য। এখন পর্যন্ত দেশের হয়ে ২৩০টি ম্যাচ খেলে গোল করেছেন ১৬২টি। সিনক্লিয়ার তিনটি ভিন্ন ক্লাবের হয়ে শিরোপা জয় করেছেন। ২০১০ সালে গোল্ড প্রাইড ক্লাবের হয়ে, ২০১১ সালে ওয়েস্টার্ন নিউইয়র্ক ফ্লাস ক্লাবের হয়ে এবং ২০১৩ সালে বর্তমান ক্লাব প্রোর্টল্যান্ড থ্রোনসের হয়ে শিরোপা জেতেন। ১৫ বছরের পেশাদার খেলোয়াড়ী জীবনে ৪টি মহিলা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। পাশাপাশি ২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডন অলিম্পিকে অংশ নিয়েছেন সিনক্লিয়ার। এছাড়া ফিফার বর্ষ সেরা ফুটবলের  জন্য ৬ বার মনোনীত হন সিনক্লিয়ার। বার্নাবি সাউথ সেকেন্ডারী স্কুলের হয়ে ১৯৯৪ সালে ফুটবল খেলা শুরু করেন সিনক্লিয়ার। সেখানে ২০০০ সাল পর্যন্ত খেলেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অফ পোর্টল্যান্ডের হয়ে খেলেন। পাশাপাশি ভানকুভার ব্রেকারসের হয়েও খেলেন এ তারকা খেলোয়াড়। ২০০৬ সালে ভানকুভার হোয়াইটক্যাপসে যোগ দেন তিনি। এরপর ২০০৯ সালে গোল্ড প্রাইডে খেলেন সিনক্লিয়ার। ২০১১ তে ওয়েস্টার্ন নিউইয়র্কে যোগ তেন এ মিডফিল্ডার। তারপর ২০১৩ সাল থেকে বর্তমান ক্লাব প্রোটল্যান্ড থ্রোনসের হয়ে মাঠ মাতাচ্ছেন এ অভিজ্ঞ তারকা খেলোয়াড়। মাঝে ২০০১ সালে কানাডা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেন সিনক্লিয়ার। একেই সাথে জাতীয় দলেরও নিয়মিত খেলে যাচ্ছেন ক্রিস্টিয়ানো সিনক্লিয়ার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি