ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

কাবুল থেকে দোহায় পৌঁছেছে বিদেশিদের বহনকারী প্রথম ফ্লাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ১০ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১১:১৮, ১০ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মার্কিন নাগরিকসহ প্রায় ১শ’ যাত্রী নিয়ে একটি ফ্লাইট বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর থেকে দোহায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কাবুল থেকে বিদেশী ও তাদের সহযোগী আফগান নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ শেষ হওয়ার পর প্রথম এই বিমানটি বিদেশীদের নিয়ে কাবুল ত্যাগ করেছে।

আফগান শরণার্থীদের জন্য প্রধান ট্রানজিট পয়েন্ট দোহা বলেছে, কাবুল বিমানবন্দর পুনরায় দ্রুত সচল করতে তারা তুরস্কের সাথে কাজ করছে, যাতে বিদেশগামী লোকদের সামাল দেয়া এবং তাদের সাহায্য প্রদান করা যায়।

এএফপি’র সংবাদদাতা বলেছেন, গতমাসে বিশৃংঙ্খল পরিস্থিতির মধ্যে ১ লাখ ২০ হাজারের বেশী লোক সরিয়ে নেয়ার পর বিদেশীদের বহনকারী এই প্রথম ফ্লাইটটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করতে দেখেছেন।

সংশ্লিষ্ট একটি সূত্র এএফপি’কে জানায়, কাতার এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-এ আমেরিকান, কানাডিয়ান, জার্মান এবং ইউক্রেনীয়সহ ‘প্রায় ১১৩ জন’ যাত্রী ছিল। দোহায় আফগান শরণার্থীদের একটি কেন্দ্র সকল যাত্রী গ্রহন করেছে।

সূত্র এর আগে জানিয়েছিল, ফ্লাইটটিতে ২শ’ জন যাত্রী রয়েছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-থানি এই বিমান যাত্রার অনুমতি দেওয়ার জন্য তালেবানদের প্রশংসা করেছেন এবং এই সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

শেখ মোহাম্মদ বলেন, ‘আমরা আসলে তালেবানদের কাছ থেকে এটাই আশা করছি, যাতে এই ইতিবাচক বিবৃতিগুলো কার্যকর হয়।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি