ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

কাবুলে হাজার মানুষের বিমানে ওঠার চেষ্টা, ফাঁকা গুলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ১৬ আগস্ট ২০২১

আফগানিস্তান ছাড়ার জন্য হাজার হাজার মানুষ বিমানবন্দরের একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করলে ফাঁকা গুলি করেছে মার্কিন সেনারা। এই বিমানবন্দরটি নিয়ন্ত্রণ করছে মার্কিন সৈন্যরা। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সোমবার (১৬ আগস্ট) সকালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেকগুলো ভিডিওতে গুলির শব্দ শোনা যাচ্ছে।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, মানুষজন রানওয়ের দিকে দৌড়ে বিমানে ওঠার চেষ্টা করছে।

জানা যাচ্ছে যে, যুক্তরাষ্ট্রের বিমানগুলোয় কূটনৈতিক কর্মীদের আগে সরিয়ে নিতে অগ্রাধিকার দেয়া হচ্ছে। যা বিশৃঙ্খলা আর বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, ‘জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতেই ফাঁকা গুলি করা হয়েছে।’

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘এখানে আমার খুব ভয় লাগছে। তারা আকাশের দিকে অনেক গুলি ছুঁড়ছে।’

কাবুলের একজন বাসিন্দা, আয়শা খুররম একটি টুইট বার্তায় জানিয়েছেন, আজ সকালে তিনি ঘুম থেকে উঠেছেন তাদের বাসার দরজার বাইরে চিৎকার আর গুলির শব্দ শুনে।

তিনি বলছেন, মানুষজন বলাবলি করছিল যে মুজাহিদিনরা ঘরে ঘরে গিয়ে গাড়ি এবং ধনসম্পদ লুট করে নিয়ে যাচ্ছিল। কিন্তু যখনই তারা শুনতে পেয়েছে যে তালেবান কর্মকর্তারা আসছে, তখন তারা দৌড়ে পালিয়েছে।

তবে তালেবানরা পুনরায় নিশ্চয়তা দিয়ে বলেছেন যে, ‘তারা আফগান বেসামরিক নাগরিকদের কোনরকম ক্ষতি না করার জন্য যোদ্ধাদের নির্দেশ দিয়েছে।’

উল্লেখ্য যে, কাবুলে প্রবেশের সময় তুলনামূলক উদার মনোভাব প্রদর্শন করেছে তালেবানরা।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি