ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

কামান্না গণহত্যা দিবস আজ

প্রকাশিত : ১৮:৫৫, ২৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৫, ২৬ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কামান্না গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে শৈলকূপার কামান্না গ্রামের মাধব ভূঁইয়ার বাড়িয়ে অস্থায়ী ক্যাম্প গড়ে তোলেন ৪২ জন মুক্তিযোদ্ধা। এদেশীয় দোসররা তাদের অবস্থানের খবর জানিয়ে দেয় পাকিস্তানি হানাদার বাহিনীকে। এরপর ২৬ নভেম্বর চারদিক ঘিরে ফেলে আক্রমণ চালালে শহীদ হন ২৭ মুক্তিযোদ্ধাসহ ২৯ জন। পরে কুমার নদের পাড়ে ৫টি গণকবরে দাফন করা হয় তাদের। কামান্না গ্রামের মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের টিনের ঘর দুটি আজো বহন করছে সেই দিনের দুঃসহ স্মৃতি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি