ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কারওয়ান বাজারে এখনো ছুটির আমেজ

প্রকাশিত : ১৫:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

এখনো ঈদের ছুটির আমেজ রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজারে। মাছ-সবজির আমদানি কম। অনেটাই খালি আড়তগুলো। তেমন কাজ না থাকায় অনেটাই অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। তবে সংশ্লিষ্টর বলছেন, আগামী সপ্তাহ আবার জমে উঠবে কারওয়ান বাজারের বেচা-কেনা। কারওয়ান বাজার, মধ্যরাত থেকেই যেখানে নিত্য পন্য বোঝাই ট্রাক আসে দেশের বিভিন্ন এলাকা থেকে। সেখানে এখন নেই ভ্যান চালকদের খুববেশি হাকডাক আর পাইকারদের আনাগোনা। বুধবার রাতে এই বাজারে সবজি বোঝাই গোটা দশেক ট্রাক আসে। আমদানি কম, কাজও কম। তাই কষ্টে আছে শ্রমিকরা। বিক্রেতারা বলছেন, আগামী সপ্তাহের আগে ফিরছে না কারওয়ান বাজারের পুরোন চেহারা। একই চিত্র মাছের আড়তে। রাতভর মাত্র কয়েকটি ট্রাক এই পাইকারি বাজারে।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি