কাল আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে সর্ববৃহৎ খাদ্যগুদাম মংলা সাইলো
প্রকাশিত : ১২:১৮, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:১৮, ২৬ অক্টোবর ২০১৬
কাল আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ খাদ্যগুদাম মংলা সাইলো। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতাসম্পন্ন এ সাইলোটি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫’শ কোটি টাকা ব্যায়ে নির্মিত সাইলোটি উপকূলের ১৯ জেলার খাদ্য নিরাপত্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দক্ষিণাঞ্চলে অত্যাধুনিক খাদ্যগুদাম মংলা সাইলোর নির্মাণ কাজ শেষ।
মংলার জয়মনিতে ২০১০ সালে উন্নত দেশের অভিজ্ঞ প্রকৌশলীদের সহযোগিতায় বেসরকারি ঠিকাদার প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন শুরু করে খাদ্যগুদামটি নির্মাণের কাজ। কীটনাশক ছাড়াই পাঁচ বছর খাদ্যশষ্য মজুদ রাখা যাবে আধুনিক প্রযুক্তির সাইলোটিতে।
এ সাইলো দক্ষিণাঞ্চলের খাদ্যশস্য ব্যাবস্থাপনায় যেমন ইতিবাচক ভূমিকা রাখবে, কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন বন্দরের ব্যাবসায়ীরা।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুদামটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উদ্বোধনের পরপরই সাইলোটিতে খাদ্যশষ্য মজুদ করা যাবে বলেও জানিয়েছেন সংশ্লিস্টরা।
আরও পড়ুন