ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

কাল তফসিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৪৬, ৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আগামীকাল ৮ নভেম্বর (বৃহস্পতিবার) একাদশ জাতীয় সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে এক ভাষনের মাধ্যমে এই তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশন একযোগে সিইসি’র এই ভাষণ সম্প্রচার করবে।

সবকিছু ঠিকঠাক থাকলে এই ঘোষনার মাধ্যমেই শুরু হবে একাদশ জাতীয় নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা। তফসিল ঘোষনার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।

//এস এইচ এস//  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি