ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৭(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ৩১ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:১৬, ৩১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে ৭ জন। ঝড়ের সাথে শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে ফসলের, উপড়ে গেছে গাছপালা; বৈদ্যুতিক খুঁটি। আবহাওয়া অফিস বলছে, আরো কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়।

পঞ্চগড়ে কয়েক ঘণ্টার শিলাবৃষ্টিতে ঝরে গেছে মৌসুমি ফলের মুকুল। মারুপাড়া, পাঠানপাড়া, জঙ্গলপাড়া, জিয়াবাড়ি, পানিমাছপুকুর, বিশমনিসহ বিভিন্ন গ্রামে উন্নত জাতের টমোটো, তরমুজ, শসা, ভূট্টা, গমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

মৌলভীবাজারে হঠাৎ আসা ঝড়ে উপড়ে গেছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। শুক্রবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন স্থানে বন্ধ ছিলো বিদ্যুৎ সংযোগ।

শিলাবৃষ্টিতে নীলফামারীর ডোমার ও ডিমলার খালিশাচাপানী ও নাউতারা ইউনিয়নের কয়েকটি এলাকায় অসংখ্য বাড়িঘরের টিনের চাল ফুটো হয়ে যায়। ১০ মিনিটের শিলাবৃষ্টিতে ক্ষেতের মরিচ, তামাক ও ভূট্টার ক্ষতি হয়েছে।

শিলাবৃষ্টিতে মাগুরা, দিনাজপুরের পার্বতীপুর, পাবনার ঈশ্বরদী, লালমনিরহাট এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি