ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

‘কালা জাহাঙ্গীর’ নয়, অন্য রূপে আসছেন শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ১৯:০৫, ৩০ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

মেগাস্টার শাকিব খানকে নিয়ে নির্মিতব্য একটি নতুন সিনেমা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান 'ক্রিয়েটিভ ল্যান্ড' এবং সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, সিনেমাটি ‘কালা জাহাঙ্গীর’ নামের কোনো ব্যক্তির জীবন নিয়ে নির্মাণ করা হচ্ছে না। 

প্রযোজক শিরিন সুলতানা জানান, আমাদের সিনেমা নিয়ে কিছু ভুল তথ্য ছড়ানো হয়েছে, বিশেষ করে এটিকে একটি নির্দিষ্ট ব্যক্তির জীবনী বলা হচ্ছে, যা মোটেই সত্য নয়। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে কোথাও কোনো মন্তব্য করা হয়নি।

তিনি বলেন, সিনেমাটি বাস্তব ঘটনা দ্বারা অনুপ্রাণিত হলেও এটি নির্দিষ্ট কোনো ব্যক্তির গল্প নয়। বরং গুলিস্তান থেকে গুলশান—সব শ্রেণির দর্শকের উপযোগী করে এটি তৈরি হচ্ছে। ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে এতে থাকবে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, পারিবারিক ড্রামা—সবকিছুর সংমিশ্রণ।

পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, সিনেমার প্রি-প্রোডাকশন এখন পুরোদমে চলছে এবং দেশ-বিদেশে একাধিক টিম একসঙ্গে কাজ করছে যেন একটি আন্তর্জাতিক মানের প্রোডাকশন দাঁড় করানো যায়।

তিনি আরও জানান, আগস্ট মাসেই সিনেমার নাম ঘোষণা করা হবে, সেইসঙ্গে আরও কিছু চমকও অপেক্ষায় রয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠানটি তাদের অফিশিয়াল স্টেটমেন্ট ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে। 
 
এছাড়া সিনেমাটিতে শাকিব খানকে চুক্তিবদ্ধ করার সময় যেভাবে দর্শক-সমর্থন পেয়েছেন, সিনেমাটি মুক্তির পরেও সেই ভালোবাসা অব্যাহত থাকবে বলে আশাবাদী তারা।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি