
মার্কিন নির্বাচনে ‘কি ব্যাটেল গ্রাউন্ড স্টেট’ খ্যাত অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্র্যাটিক দলের অবস্থান বিগত বছরের তুলনায় আরো শক্তিশালী হয়েছে। আগাম ভোটের তথ্যের ভিত্তিতে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।
গেল কয়েক সপ্তাহ আগে শুরু হওয়া আগাম ভোটে এখন পর্যন্ত ৭০ লাখ ৩০ হাজার মার্কিন নাগরিক ভোট দিয়েছেন। এরমধ্যে ১২টি ‘কি ব্যাটেল গ্রাউন্ড স্টেটে এই সংখ্যা ৪০ লাখ ৬০ হাজার। এসব অঙ্গরাজ্যের মধ্যে নর্থ ক্যারোলাইনা, নেভাদা ও অ্যারিজোনায় ২০১২ সালের তুলনায় ডেমোক্র্যাটিক দলের অবস্থান শক্তিশালী হয়েছে। এছাড়া এবার ফ্লোরিডায় রিপাবলিকানদের ভোটেও অনেকখানি জায়গা দখল করে নিয়েছেন হিলারি ক্লিনটন। অন্যদিকে আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের অবস্থান আগের তুলনায় কিছুটা শক্তিশালী হয়েছে।