ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

কিম জংকে দেখে অবাক নেটদুনিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১০ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সেনাবাহিনীর প্যারেডে সম্প্রতি অংশ নিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। বৃহস্পতিবার সেই অনুষ্ঠানটি দেখানো হয়েছে দেশটির জাতীয় টিভি চ্যানেলে। সেখানে কিমকে দেখে অবাক হয়েছেন অনেকেই। আগের তুলনায় অনেকটা শুকিয়ে গেছেন তিনি। বদলেছে তার চুলের ধরণও।

আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন শপথ নেওয়ার পর এটাই ছিল উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রথম অনুষ্ঠান। যদিও অন্য বছরের মতো এ বছরের অনুষ্ঠানে বিশেষ অস্ত্রের প্রদর্শন দেখা যায়নি। কিন্তু কিমের চেহারার আমূল পরিবর্তন নজর কেড়েছে সকলের।

পিয়ংইয়ং এর এই অনুষ্ঠানে কিমকে দেখা গেছে হালকা রঙের স্যুট পরে হাত নাড়ছেন সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে। এইদিন কোন বক্তব্য দেন নি তিনি। তবে প্রায় এক ঘণ্টা ধরে মন দিয়ে দেখেছেন প্যারেড।
  
গত মাসেই দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ মাধ্যম দাবি করেছিল, কিম প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন। তার আগে জুলাই মাসে একটি গোয়েন্দা সংস্থাও এই দাবি করেছিল। সেটিই প্রমাণ হল, এই প্যারেডে কিমের প্রকাশ্যে আসার মধ্যদিয়ে। 

কেন ওজন কমালেন কিম? তাই নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। একটি দল দাবি করছে, দীর্ঘদিন ধরেই ধুমপান আর ওভার ওয়েটের কারণে কিছুটা অসুস্থ বোধ করছেন কিম। সম্প্রতি তার হার্টের অসুখও দেখা দিয়েছে। যেকারণে দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন তিনি। সেইসাথে কমিয়ে ফেলেছেন ২০ কেজি ওজন। 


সূত্র : আনন্দ বাজার
এসবি/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি