ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

কিরগিজিস্তানে ব্যাপক বিক্ষোভ; সংসদ ও প্রেসিডেন্ট ভবন দখল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ৬ অক্টোবর ২০২০

কিরগিজিস্তানে হাজার হাজার মানুষের সরকারবিরোধী বিক্ষোভ

কিরগিজিস্তানে হাজার হাজার মানুষের সরকারবিরোধী বিক্ষোভ

Ekushey Television Ltd.

কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে সরকার-বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। হাজার হাজার জনতা এরইমধ্যে দেশটির সংসদ ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে নিয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের প্রধান ফটক ভেঙে ফেলে। ওই প্রাসাদ কম্পাউন্ডে দেশটির নিরাপত্তা বিভাগের সদর দপ্তর অবস্থিত। বিক্ষোভকারীদের আক্রমণের মুখে নিরাপত্তা প্রহরীরা অবস্থান ছেড়ে চলে যায়। রুশ বার্তাসংস্থা তাস এ খবর দিয়েছে।

প্রেসিডেন্ট প্রাসাদের কম্পাউন্ডে অবস্থিত অন্য কয়েকটি ভবনে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়। এছাড়া কিরগিজিস্তানের সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে বিক্ষোভকারীরা কারাগার থেকে মুক্তি দেয়। দুর্নীতির অভিযোগ এনে গত আগস্ট মাসে তাকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। কিরগিজিস্তানের বর্তমান প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভেল সঙ্গে দ্বন্দ্বের পর তিনি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হন।

এদিকে, প্রেসিডেন্ট সুরোনবাই কোথায় রয়েছেন তা পরিষ্কার নয়। অবশ্য রুশ বার্তা সংস্থা স্পুৎনিক প্রেসিডেন্ট সুরোনবাইয়ের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট রাজধানী বিশকেকে রয়েছেন। চলমান বিক্ষোভ কর্মসূচি এবং সংসদ ভবন দখলের জন্য সাবেক প্রেসিডেন্ট আলমাজবেককে দায়ী করেছেন তিনি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি