ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কিশোরগঞ্জে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সন্ত্রাসী নিহত

প্রকাশিত : ১৪:২৯, ১৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:২৯, ১৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের বাজিতপুরে ফুদুর আলী ওরফে রিপন নামে এক সন্ত্রাসী পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। পুলিশ জানায়, বুধবার বিকেলে নরসিংদীর বেলাবো থেকে রিপনকে গ্রেফতার করা হয়। পরে গভীর রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। আজ ভোরে বাজিতপুরের সাদিরচর গ্রামে গেলে রিপনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে রিপন ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনাস্থল থেকে বিদেশি বন্দুক, পিস্তল ও একটি দেশি রিভলভার জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের এক এসআই ও দুজন কনস্টেবল আহত হয়। নিহত রিপনের বিরুদ্ধে বাজিতপুরসহ বিভিন্ন থানায় পাঁচটি হত্যা মামলাসহ ১৫ টি মামলা রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি