ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কুবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫২, ২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার(২ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে জরুরি অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্তে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে, ছাত্র হলসমূহে অবস্থানকারী ছাত্রদের আজ সন্ধ্যা ৬টায় এবং ছাত্রী হলসমূহে অবস্থানকারী ছাত্রীদের আগামীকাল সকাল ৯টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এ ছাড়া আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষাসমূহ স্থগিত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যতীত সকল ধরনের পরিবহন ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি 'বিলুপ্তি'কে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষ অস্ত্র মহড়া দেয় ক্যাম্পাসে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি