ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

কুবিতে আন্তঃবিভাগ ক্রিকেট ফাইনাল আজ

প্রকাশিত : ১০:৫৭, ২০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার-২০১৯ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আজ বুধবার। শিরোপার লড়াইয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিপক্ষ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।  

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান কবির চোধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষরা।

ফাইনাল নিয়ে দুই দলের খেলোয়াড়, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কারা তোলবে এবারের আসরের শিরোপা। গতকাল বিকেলে মাঠে গিয়ে দেখা যায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খেলোয়াড়েরা শিরোপা ঘরে তোলার লক্ষ্যে ঘাম ঝরাচ্ছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধিনায়ক আক্তার হোসাইন বলেন, ফাইনালেও আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। সর্বোপরি বিভাগকে শিরোপা উপহার দিয়ে ফাইনালটা স্বরণীয় করে রাখতে চাই।

উল্লেখ্য, গত ৩ মার্চ শুরু হওয়া এবারের আন্তঃবিভাগ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগ অংশগ্রহণ করে। ওই দিন প্রত্নতত্ত্ব বিভাগ বনাম মার্কেটিং বিভাগের উদ্বোধনী ম্যাচের মধ্যে দিয়ে এবারের আসরের যাত্রা শুরু হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি