ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

কুবিতে উপাচার্য বৃত্তি পাচ্ছে ২৩৬ শিক্ষার্থী

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১২, ১৫ নভেম্বর ২০২২ | আপডেট: ১৯:৫২, ১৫ নভেম্বর ২০২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মত মেধা ও অসচ্ছল দুই ক্যাটাগরিতে স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের ২৩৬ জন শিক্ষার্থী পাচ্ছে উপাচার্য বৃত্তি-২০২২। সোমবার (১৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, এবারের ভর্তি পরীক্ষা থেকে উপার্জিত লভ্যাংশ থেকে আমরা মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের আরও এগিয়ে নিতে এই বৃত্তির ব্যবস্থা করেছি। চেষ্টা করবো সামনের দিনগুলোতেও একার্যক্রম অব্যাহত রাখতে। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্যেই আমাদের এই উদ্যোগ। এই কার্যক্রম যেন নিয়মতান্ত্রিকভাবে চলতে থাকে তার জন্য ভবিষ্যতে একটা সিস্টেমের মধ্যে রেখে যাওয়ার চেষ্টা করবো। 

প্রসঙ্গত, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৬ নভেম্বর সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে বৃত্তির চেক বিতরণ করা হবে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ৮ হাজার ৫০০ টাকা করে দেয়া হবে। এবারের এই বৃত্তির ফান্ডের আকার প্রায় ২১ লক্ষ টাকা। যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে জানা যায়।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি