ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

কুবিতে পিআইবির তিন দিনব্যাপী কর্মশালা

প্রকাশিত : ২২:৪২, ৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সমিতির সাধারণ সম্পাদক তানভীর সাবিকের উপস্থাপনায় এবং কোর্স সমন্বয়ক ও পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে অংশগ্রহণ কারীদের সনদপত্র প্রদানের মাধ্যমে তিন দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মো. সাদেকুজ্জামান, বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমীন রুশদ, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম এবং সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি