ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

কুমিল্লা গোমতী নদীর চরে নদী কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ১৭ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লায় জেলা শিল্পকলার আয়োজনে গোমতী নদীর চরে নদী কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির শিল্পীসহ আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার বিকালে আদর্শ সদর উপজেলার বানাশুয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমির আলী চৌধুরী, গবেষক এড. গোলাম ফারুক, প্রত্নতত্ত্ব বিভাগের উপপরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিনসহ আরও অনেকে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি