ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন ১৫ জানুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ১৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৪২, ১৯ ডিসেম্বর ২০১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৯ এর নির্বাচন আগামী ১৫ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।    

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  গত সোমবার (১৭ ডিসেম্বর) শিক্ষক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি-২০১৯ মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠনতন্ত্রের ১০ এর (ক এবং গ) অনুযায়ী সাধারণ সভায় উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

তিন সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল ইসলাম আকন্দ, নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক নকীবুন নবী।    

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী বলেন, ‘আগামী পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আমরা আশা করছি, এই নির্বাচন কমিশন আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিবে।  

কেআই/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি