ঢাকা, রবিবার   ১০ আগস্ট ২০২৫

কুমিল্লা বোর্ডে এসএসসিতে ফেল থেকে ১৯০ শিক্ষার্থী পাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১০ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে কুমিল্লা শিক্ষাবোর্ডে ৮৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১৯০ শিক্ষার্থী। 

আজ রোববার সকালে পুনঃনিরীক্ষণের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। আগে জিপিএ-৫ পাওয়াদের বিষয়ভিত্তিক গ্রেড পরিবর্তন হয়েছে ৯১ জনের।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, ১০ জুলাই কুমিল্লা শিক্ষাবোর্ডসহ সব বোর্ডে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর ১১ জুলাই থেকে পুনঃনিরীক্ষণ শুরু হয়। অনলাইনে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করেছেন ৩৫ হাজার ৫৩১ জন।  প্রতি বিষয় ফি ছিল ১৫০ টাকা।

এ বছর কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন। পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ। এখন পুনঃনিরীক্ষণে পাসের হার বেড়েছে। জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন। এখন বাড়ল আরও ৬৭ জন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি