ঢাকা, বৃহস্পতিবার   ০৯ অক্টোবর ২০২৫

কুমিল্লায় ধ্বংস করা হয়েছে বাখরাবাদ গ্যাসের অবৈধ রেগুলেটর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ৯ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় ধ্বংস করা হয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ রেগুলেটর। বৃহস্পতিবার দুপুরে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ৪ হাজার ৩৪৬ টি অবৈধ রেগুলেটর ধ্বংস করা হয়। 

কোম্পানিটির গণসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। এতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পর রেগুলেটরগুলো খুলে এনে প্রকৌশল শাখায় জমা করা হচ্ছে। গত কয়েক মাসে অভিযানে সাড়ে চার হাজার রেগুলেটর জমা পড়ে। 

অবৈধ রেগুলেটর ধ্বংস অভিযানে উপস্থিত ছিলেন- কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলে আলম, মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান, মহাব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক, কোম্পানির অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিউল আলম, উপ-মহাব্যবস্থাপক বিমল চন্দ্র দেবনাথ, উপ-মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ, উপ-মহাব্যবস্থাপক মনোজ কুমার গাইন, ব্যবস্থাপক মোহা. কবিরুল ইসলাম এবং কর্মকর্তারা।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি