কুমিল্লার ১৯২ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু, ছাত্রীর সংখ্যা বেশি
প্রকাশিত : ১২:১৩, ৬ নভেম্বর ২০২২
কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলার ১৯২ কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।
রোববার এই বোর্ডের ৪১৯টি প্রতিষ্ঠান থেকে ৮৭ হাজার ৬শ’ ৪১ জন শিক্ষার্থী পরক্ষিায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্রী ৪৯ হাজার ৫শ’ ৭০ জন, ছাত্র ৩৮ হাজার ৭১ জন।
এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২১ হাজার ২৫ জন, মানবিক বিভাগে ৪১ হাজার ৫শ’ ৯০ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ২৫ হাজার ২৬ জন।
উল্লেখ্য, এ বছর রেজিস্ট্রেশন করেও এ বোর্ডের ৩১ হাজার ২শ’ ৯৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করেনি।
এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে নেয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
এএইচ
আরও পড়ুন