ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

কুমিল্লায় বজ্রপাতে নিহত তিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩, ১৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:২১, ১৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

কুমিল্লা জেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার জেলার দেবীদ্বার ও দাউদকান্দি উপজেলায় এসব ঘটনা ঘটে।

জানা গেছে, দেবীদ্বার উপজেলার মো. মজিবুর রহমান মজু (৫৫) নামে বিএডিসির সাবেক এক কর্মকর্তার বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধুমুড়া গ্রামের বাসিন্দা। বাড়ির পাশে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

অপরদিকে, দাউদকান্দি উপজেলার গৌরীপুর এবং গোয়ালমারী ইউনিয়নে মঙ্গলবার বিকেলে বজ্রপাতের ঘটনায় দুই নারী নিহত হন।

নিহতরা হলেন- গৌরীপুর ইউনিয়নের চান্দেরচর গ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী রুফিয়া বেগম (৬০) এবং গোয়ালমারী ইউনিয়নের দক্ষিন নছুরুদ্দি গ্রামের শামছুল হক ভঁইূয়ার স্ত্রী আজমেরি বেগম (৪২)।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি