কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী ইয়াছিন
প্রকাশিত : ১৭:২১, ১৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:২৩, ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে বিভাজন ভুলে দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ সদর আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
সোমবার (১৯ জানুয়ারি) কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহারের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
মূলত কুমিল্লা সদরের বিএনপির বিভাজন দূর করতে ঐক্যের বার্তা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদরে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, বিএনপির কুমিল্লা বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াছিন বলেন, ৩৪ বছর ধরে বিএনপি রাজনীতি করি। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও আমি দলীয় আদর্শের বাহিরে নই। দুই একদিন আগে দলের চেয়ারম্যান তার কার্যালয়ে ডেকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আওতাধীন ছয়টি আসনের সমন্বয় হিসেবে দায়িত্ব দিয়েছেন। এ আসনগুলো প্রার্থীকে বিজয় করতে আমার সহযোগিতা চেয়েছেন। তার সে আহবানে সাড়া দিয়ে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।
এদিকে, সংবাদ সম্মেলনে বিএনপির মনোনীত প্রার্থী মনে হলো মনিরুল হক চৌধুরী বলেন, হাজী ইয়াসিন আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন তা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে, আগামী দিনে কুমিল্লাকে এগিয়ে নিতে নতুন পথের পাথেয় হবে।
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কুমিল্লা সদর আসনের দীর্ঘদিনের বিভাজন এবং নেতাকর্মীদের দিদা বিভক্তির ইতি হয়েছে বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলন শেষে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।
এএইচ
আরও পড়ুন










