ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ২ মে ২০২২ | আপডেট: ২০:৩৪, ২ মে ২০২২

কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়ার আস্তাননগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সংঘর্ষে নিহতরা হলেন- মৃত হোসেন আলীর ছেলে কাশেম (৫০), দাদি মন্ডলের ছেলে লাল্টু (৩০), আবুল মালিথার ছেলে আব্দুর রহিম (৫০), আফজাল মন্ডলের ছেলে মতিয়ার (৪০)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম।

ওসি সাব্বিরুল বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’

স্থানীয় সূত্র জানায়, আস্তানগর গ্রামে আওয়ামী লীগ নেতা কেরামত গ্রুপ ও ফজলু গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের এবং আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি