ঢাকা, বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় গ্রামীণফোনের বিক্রয়কর্মী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৫, ৫ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় আশিক ইসলাম (২০) নামে গ্রামীণফোনের এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে মিরপুর উপজেলার কুষ্টিয়া–মেহেরপুর সড়কের ভাঙ্গাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক ইসলাম মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ চৌধুরীপাড়া এলাকার মোহর চৌধুরীর ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশিক ইসলাম মোটরসাইকেলে করে মিরপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ভাঙ্গাবটতলা এলাকায় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়, সেটি আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আশিক ইসলাম এক মাস আগে গ্রামীণফোন কোম্পানিতে বিক্রয়কর্মী হিসেবে চাকরিতে যোগ দেন। সম্প্রতি তিনি প্রথম মাসের বেতনও উত্তোলন করেছিলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি