ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

কুয়াকাটা সৈকতে ভেসে এলো গলিত লাশ

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ২৯ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৯ আগস্ট) দুপুরে সৈকতে জিরো পয়েন্টের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি পুরোপুরি গলিত হওয়ায় এটির পরিচয় ও বয়স শনাক্ত করতে না পারলেও এটি একজন পুরুষের লাশ বলে নিশ্চিত হয়েছে পুলিশ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর সাগর থেকে লাশটি সৈকতের তীরে ভেসে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, ঝড়ের কবলে পড়ে সাগরে নিখোঁজ কোন জেলের লাশ হতে পারে এটি।

এ বিষয়ে মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

আরএমএ/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি