ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

কুয়াকাটায় পূণ্যস্নানের মধ্য দিয়ে রাস উৎসব সমাপ্ত

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০৭, ৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পূণ্যস্নান বা গঙ্গাস্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় শেষ হলো রাস উৎসব। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় জাগতিক সকল পাপ মোচনের উদ্দেশ্যে সৈকতের নোনা জলে গাঁ ভাসিয়ে এ পূণ্যস্নান সম্পন্ন করেন হিন্দুধর্মালম্বীরা। 

স্নানের আগে সৈকতে মোমবাতি, আগরবাতি, বেল পাতা, ফুল, ধান, দুর্বা, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সাগরের পানিতে অর্পণ করে সনাতনী নারীরা। এসময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। এছাড়া মাথান্যাড়াসহ প্রায়শ্চিত্ত ও পিন্ডদান করেন অনেক মানতকারীরা। পরে ১৭ জোড়া যুগল মুর্তি দর্শন করেন হিন্দুধর্মালম্বীরা। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে কুয়াকাটায় দু’দিনের রাসলীলা শেষ হয়েছে। 

পূণ্যস্নান ও রাসপূজাকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও মেলা বসে। মেলায় সহস্রাধিক স্টলে শিশুদের খেলনা ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিষপত্রসহ ঘর সাজানোর যাবতীয় জিনিষ স্থান পায়। লক্ষাধিক লোকের সমাগমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক ছিল।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি