ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

কৃত্রিম পা পেয়ে খুশি তারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ১০ জুন ২০২২

Ekushey Television Ltd.

দীর্ঘদিন ক্রাচ, লাঠি কিংবা বাঁশের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিলেন দেশের বিভিন্ন অঞ্চলের পা হারানো ১৭ জন অসহায় মানুষ। ইজি লাইফ ফর বাংলাদেশ ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় এই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’। 

‘গত ২৪ মে ঢাকার শ্যামলীতে অবস্থিত কৃত্রিম পা, হাত ও ব্রেইস সংযোজন কেন্দ্র ইজি লাইফ ফর বাংলাদেশে এ ১৭ জনের কৃত্রিম পা সংযোজনের কার্মক্রম শুরু হয়। পা সংযোজন ও ১৫ দিন প্রশিক্ষণ শেষে গত ৭ জুন প্রত্যেককে কৃত্রিম পা প্রদান করা হয়। স্বপ্ন নিয়ে’ ও কৃত্রিম পা সংযোজন কেন্দ্র ইজি লাইফ ফর বাংলাদেশের সহযোগিতায় পা পেয়ে খুশি এসব অসহায় মানুষ।

এই সময় উপস্থিত ছিলেন ইজি লাইফ ফর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বিউটি বেগম এবং পরিচালক মো. মনিরুল ইসলাম, ‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (প্রশাসন) মীর তানভীর আহমেদ, সহকারী পরিচালক (প্রশাসন) আমিনুল ইসলাম আরিফ, সহকারী পরিচালক (প্রশাসন) আমিনুল ইসলাম আরিফ, সহকারী পরিচালক (স্বাস্থ্য) ইলিয়াস হোসেন, সহকারী পরিচালক (আইটি) ইফতেখার হৃদয়সহ অন্যান্যরা।

কৃত্রিম পা লাগানোর প্রসঙ্গে ‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, “আমরা প্রায়ই আমাদের চারপাশে পক্ষাঘাতগ্রস্থ অসহায় মানুষ দেখে থাকি। আমরা স্বপ্ন নিয়ের মাধ্যমে সকলের সহযোগিতায় এর আগে ৩৫ জনের কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। এ উদ্যোগকে বাস্তবায়ন করতে যারা আমাদের অর্থসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি