ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

কে হচ্ছেন জাবির নতুন উপ-উপাচার্য

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ১৪ আগস্ট ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলমের মেয়াদ শেষ হচ্ছে আজ রোববার (১৪ আগস্ট)। এর মধ্য দিয়ে নতুন উপ-উপাচার্য পেতে যাচ্ছে জাবি।

জাবি অধ্যাদেশের ১৩(১) ধারা অনুযায়ী ২০১৮ সালে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন অধ্যাপক ড. নূরুল আলম। যার মেয়াদ শেষ হচ্ছে আজ।

বিষয়টি নিশ্চিত করে নুরুল আলম বলেন, “২০১৮ সালের ১৪ আগস্ট অপরাহ্নে রাষ্ট্রপতি আমাকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেন। হিসেব মোতাবেক ১৪ আগস্ট পূর্বাহ্নে আমার মেয়াদ শেষ হচ্ছে।”

উপ-উপাচার্য থাকা অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান তিনি। পদার্থ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপকের ৬৫ বছর পূর্ণ হওয়ায় এ বছর ২৯ জুন অধ্যাপক হিসেবে দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন তিনি। তবে উপ-উপাচার্য হিসেবে তার দায়িত্বকাল পূর্ণ না হওয়ায় স্বদায়িত্বে বহাল ছিলেন এতদিন।

এদিকে, অস্থায়ী উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপ-উপাচার্য প্যানেল নির্বাচন করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ভোট পেয়ে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. আমির হোসেন, দ্বিতীয় হয়েছেন অধ্যাপক ড. নূরুল আলম ও তৃতীয় হয়েছেন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার। 

জানা যায়, এই তিনজনের প্যানেল থেকেই রাষ্ট্রপতি পরবর্তী উপাচার্য নিয়োগ দেবেন।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি