কেএমপির নতুন কমিশনার জাহিদুল হাসান
প্রকাশিত : ২০:৪৪, ৮ ডিসেম্বর ২০২৫
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে জাহিদুল হাসান ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত।
সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি করা হয়েছে।
অপরদিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসানকে কেএমপির কমিশনার করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর জুলফিকার আলী হায়দার কেএমপির কমিশনার হিসেবে যোগদান করেন।
এমআর//
আরও পড়ুন










