ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

কেনিয়ায় বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

প্রকাশিত : ১১:১১, ১৬ জুন ২০১৯ | আপডেট: ১১:১৭, ১৬ জুন ২০১৯

সোমালিয়ার সীমান্তে পুতে রাখা বোমা বিস্ফোরণে কেনিয়ার ৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ সদস্যরা গাড়িতে করে পূর্বাঞ্চলীয় ওয়াজির এলাকায় গাড়িতে করে যাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে।

গাড়িতে ১১ জন পুলিশ সদস্য ছিলেন। ৮ জন সদস্য নিহত হলেও বাকি সদস্যদের খবর জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বার্তা সংস্থা এএফপিকে জানান, এ জন্য আল শাবাব ইসলামিক গোষ্ঠিকে দায়ী করছে সরকার। কেননা কেনিয়া ও সোমালিয়া সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে আল শাবাবের যুদ্ধ চলছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠিই বোমা পুতে রাখার দায় স্বীকার করেনি। গত কয়েক বছর ধরেই সোমালিয়া সরকারকে উৎখাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে আল কায়েদার এই শাখা সংগঠন।

সম্প্রতি জঙ্গিরা রাজধানীর মোগাদিসুতে তাদের বেশ কয়েকটি ঘাঁটি সোমালিয়ার সরকারের হাতে হারিয়েছে।

এরপর কেনিয়ায় অপহরণসহ বেশ কিছু হামলা চালিয়েছে আল শাবাব। সোমালিয়া সরকারকে সহায়তা করতে আফ্রিকান ইউনিয়নের সেন মোতায়নের পর এ হামলা চালানো হয়।

এর আগে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পার্লামেন্টের সামনে একটি পুলিশ চৌকিতে হামলা করে আল শাবাব। এতে কমপক্ষে ৮ পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। যার দায় এ সন্ত্রাসী গোষ্ঠি স্বীকার করেছিল।

সূত্র: বিবিসি

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি