ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

কোটরা মহাপরিচালকের এসিআই মটরসের অফিস পরিদর্শন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

এসিআই মটরস্ লিমিটেডের অফিস পরিদর্শন করেছেন কোরিয়ার ব্যবসায়ীদের সবচেয়ে বড় ব্যবসায়িক সংগঠন কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সীর (কোটরা) মহাপরিচালক জং ওন কিম।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ‘ব্যবসার সম্ভাবনা ও উন্নতি’ শিরোনামে এক ব্যবসায়িক সভায় অংশগ্রহণ করেন তিনি।

কৃষি প্রক্রিয়া যান্ত্রিকীকরণ ও আধুনিকীকরণের মাধ্যমে কৃষি খাতে উন্নতির জন্য ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি বিভিন্ন কৃষি যন্ত্রপাতির সরবরাহকারী মেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, রিপার, মিনি কম্বাইন হরভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার ইত্যাদি।

এসিআই মটরস্ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ড. এফ এইচ আনসারী এবং এসিআই মটরস্ এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এই সভায় উপস্থিত ছিলেন। সভায় নতুন ব্যবসা এবং ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারিত করতে নতুন নতুন পদক্ষেপের কথা উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি